
অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার করোনা পজিটিভ, সংস্পর্শে থাকায় স্বাস্থ্যমন্ত্রী কোয়ারেন্টাইনে
অস্ট্রিয়ার চ্যান্সেলর(প্রধানমন্ত্রী) কার্ল নেহামার করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা একজন দেহরক্ষীর মাধ্যমে তিনি সংক্রামিত হয়েছেন। কেননা উক্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যও আক্রান্ত শনাক্ত হয়েছেন ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) গত মঙ্গলবার ক্রিসমাস ও নববর্ষের ছুটির পর প্রথম অফিস করেন।গতকাল সরকার, করোনার টাস্ক ফোর্স ও রাজ্য গভর্নরদের…