ভিয়েনা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রেজিস্ট্রেশন পেল “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি”

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ৩৩ সময় দেখুন

নিউজ ডেস্কঃ অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি এর সাধারন সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসির” এর সরকারীভাবে আয়েবাপিসির নাম এবং লোগো রেজিস্ট্রেশন হয়েছে, যার নং হল 2892 ।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, প্রবাসে সাংবাদিক পরিবার খ্যাত ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি’ নাম ও লোগো ট্রেডমার্ক করা একটি রেজিষ্টারকৃত সংগঠন। সুতরাং এই সংগঠনের নাম ও লোগো  অন্য কেউ ব্যবহার করেতে পারবেন না, যদি কেউ এই নাম এবং লোগো ব্যবহার করেন তাহলে তাহার/তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নি ডে/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রেজিস্ট্রেশন পেল “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি”

আপডেটের সময় ১২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

নিউজ ডেস্কঃ অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি এর সাধারন সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসির” এর সরকারীভাবে আয়েবাপিসির নাম এবং লোগো রেজিস্ট্রেশন হয়েছে, যার নং হল 2892 ।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, প্রবাসে সাংবাদিক পরিবার খ্যাত ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি’ নাম ও লোগো ট্রেডমার্ক করা একটি রেজিষ্টারকৃত সংগঠন। সুতরাং এই সংগঠনের নাম ও লোগো  অন্য কেউ ব্যবহার করেতে পারবেন না, যদি কেউ এই নাম এবং লোগো ব্যবহার করেন তাহলে তাহার/তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নি ডে/ইবিটাইমস