
অস্ট্রিয়ার জাতীয় সংসদে(পরিষদে) বিরোধীদলের সকল নিন্দা ও অনাস্থা প্রস্তাব খারিজ
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সমগ্র ফেডারেল সরকারের বিরুদ্ধে FPÖ- এর নিন্দা প্রস্তাব এবং অর্থমন্ত্রী ব্লুমেলের বিরুদ্ধে SPÖ- এর অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে(সংসদে) সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাতিল বা খারিজ হয়ে গেছে । অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন, আজ অস্ট্রিয়ার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল SPÖ অর্থমন্ত্রী গেরনট ব্লুমেলের(ÖVP) বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব আনলে তা ভোটে…