বিনোদন ডেস্ক: জেমস বন্ড ভক্তদের জন্য সুখবর, সিরিজের নতুন সিনেমাটি আগামী মাসেই দেখার সুযোগ হবে।
করোনাভাইরাস মহামারীর কারনে বারবার পেছাচ্ছিল ‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রটির মুক্তির দিনক্ষণ। এটি ২০২০ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল। একে একে তিন বার এর মুক্তির তারিখ পেছানোর পর শুক্রবার ঘোষণা এল, আগামী সেপ্টেম্বরেই চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হবে।
রয়টার্স জানিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর লন্ডনে ‘নো টাইম টু ডাই’র প্রিমিয়ার হবে। আর যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে দুদিন পরই মুক্তি পাবে চলচ্চিত্রটি। জেমস বন্ড সিরিজের সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়া হবে ৮ অক্টোবর।
এই সিনেমাতেও বন্ড চরিত্রে রয়েছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এই সিরিজে তার পঞ্চম চলচ্চিত্র এটি। ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে ক্রেইগের বন্ড যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে, নো টাইম টু ডাই’ দিয়ে তা শেষ হতে যাচ্ছে।
বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ বানাতে খরচ হয়েছে ২০ কোটি ডলার।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ