
এক ক্লাইমেট টিকেটেই অক্টোবর থেকে পুরো অস্ট্রিয়ায় রেল ভ্রমণ
পূর্বাঞ্চলের তিন রাজ্য ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ড আপাতত ২০২২ এর পূর্বে এই সিস্টেমে আসছে না ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় অক্টোবর থেকে ১-২-৩ টিকেট বা ক্লাইমেট টিকিট চালু হচ্ছে যা দিয়ে এক টিকিটেই সমগ্র অস্ট্রিয়ায় রেল ভ্রমণ করা যাবে সারা বছর। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ ও দেশের সকল শীর্ষ স্থানীয় পত্রিকা জানিয়েছেন বেশ কয়েক বছর অপেক্ষার পর,…