
টোকিওর গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়ার আরও দুইটি ব্রোঞ্জ পদক লাভ
অস্ট্রিয়া আজ বিশ্ব অলিম্পিকে মহিলাদের জুডো এবং পুরুষদের ক্লাইমবিং এ তৃতীয় স্থান অধিকার করে এই পদক লাভ করেছে স্পোর্টস ডেস্কঃ অস্ট্রিয়ান অলিম্পিক কমিটি এবং রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক বিভাগ ZIB এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদে বলা হয়েছে আজ বিশ্ব অলিম্পিকের মহিলাদের কারাতে প্রতিযোগিতায় ভোরার্লবার্গ রাজ্যের বেটিনা প্ল্যাঙ্ক টোকিও অলিম্পিক গেমসে তৃতীয় স্থান অধিকার…