অলিম্পিকে মহিলা রোড সাইক্লিংয়ে স্বর্ণ, আর জুডোতে ব্রোঞ্জ পদক লাভ অস্ট্রিয়ার

জাপানের টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিকে ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পেয়ে বর্তমানে অস্ট্রিয়া পদক তালিকায় ১৯তম স্থানে অবস্থান করছে

ইউরোপ ডেস্কঃ আজ জাপানের রাজধানী টোকিওতে গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিকের পঞ্চম দিনে অস্ট্রিয়া পুরুষদের ৬০ কিলোগ্রাম গ্রুপের জুডোতে তৃতীয় স্থান অধিকার অর্জন করে ব্রোঞ্জ পদক লাভ করেছে। অস্ট্রিয়ার Oberösterreich রাজ্যের Wels জেলার ২৬ বছর বয়স্ক শামিল বোরচাশভিলি আজ জাপানের টোকিওর বিশ্ব অলিম্পিকে ব্রোঞ্জ পদক লাভ করেছে। এই অলিম্পিকে এটি অস্ট্রিয়ার দ্বিতীয় পদক।

ইতিপূর্বে দুইদিন আগে অলিম্পিকের দ্বিতীয় দিনে গত ২৫ জুলাই রবিবার অস্ট্রিয়ার NÖ রাজ্যের ৩০ বছর বয়স্কা আনা কিজেনহোফার রোড সাইক্লিংয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেছেন। অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডের বেলেন,সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ ও খেলাধূলা বিষয়ক মন্ত্রী ভার্নার কোগলার তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ একাউন্টে অভিনন্দন জানিয়েছেন।

অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন আজ ব্রোঞ্জ পদক প্রাপ্ত শামিল বোরচাশভিলি চেচনিয়া থেকে আগত একটি শরণার্থী পরিবারের সন্তান।শামিল তার পরিবারের সাথে ৯ বছর বয়সে ২০০৪ সালে অস্ট্রিয়ায় রাজনৈতিক শরণার্থী হিসাবে বসবাস করে আসছেন। শামিল বোরচাশভিলি ২০১৭ সালে পরিবারের সাথে অস্ট্রিয়ার নাগরিকত্ব লাভ করেন।

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন রবিবার অস্ট্রিয়ার Niederösterreich (NÖ) রাজ্যের ৩০ বছর বয়স্কা আনা কিজেনহোফারের রোড সাইক্লিংয়ের এই স্বর্ণ লাভ ১৮৯৬ সালের পর সাইক্লিংয়ের জন্য প্রথম স্বর্ণপদক লাভ। অস্ট্রিয়ার সকল জাতীয় সংবাদ মাধ্যম অস্ট্রিয়ার সাইক্লিংয়ের জন্য এই প্রাপ্তি একটি মাইলফলক হিসাবে দেখছেন।

এইবারের বিশ্ব অলিম্পিকে বাংলাদেশ থেকে ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করলেও তেমন সুবিধা করতে পারেন নি। অলিম্পিকের পঞ্চম দিন শেষে ১০ টি ইভেন্টে স্বর্ণ, ৩ টি রোপ্য ও ৫ টি ব্রোঞ্জ সহ মোট ১৮ টি পদক নিয়ে জাপান পদক তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে। তারপর যথাক্রমে যুক্তরাষ্ট্র ৯ টি স্বর্ণ, ৮ টি রোপ্য ও ৮ টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং ৯ টি স্বর্ণ, ৫ টি রোপ্য ও ৭ টি ব্রোঞ্জ পদক নিয়ে চীন তৃতীয় অবস্থানে অবস্থান করছে।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »