স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচ জিতে সিরিজে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি জিতেই সিরিজ নিশ্চি করতে চায় সফরকারি বাংলাদেশ। অন্যদিকে, ম্যাচ জিতে সিরিজে পিরতে চায় স্বাগতিক জিম্বাবুয়ে।
এই ম্যাচ জিতলে এক যুগ পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। ২০০৯ সালে দেশটিতে সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারায় লাল-সবুজের দল।
যদিও শেষ ম্যাচে বেশ কিছু সমস্যা রয়েছে বাংলাদেশ দলে। পেসার মোস্তাফিজের খেলা অনেকটাই অনিশ্চিত। এছাড়া দলে মিথুনের জায়গায় খেলতে পারেন নুরুল হাসান সোহান। গত ম্যাচে সাবস্টিটিউট হিসেবে কিপিং করেছিলেন সোহান।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ