ভিয়েনা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোহামেডানের গোল উৎসব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ১৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: উত্তরা বারিধারা ক্রিয়াচক্রকে ৪-১ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৮ ম্যাচে নবম জয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে শন লেনের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার পঞ্চম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে বারিধারা। সুমন রেজা গোলকিপার বরাবর দুর্বল শট নিয়ে নষ্ট করেন ভালো সুযোগি।

তবে গুছিয়ে ওঠা মোহামেডান ১৯ মিনিটে এগিয়ে যায় আমির হাকিম বাপ্পীর দারুণ গোলে। সুলেমান দিয়াবাতের অ্যাসিস্টে বাঁ পায়ের জোরালো নিচু শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

৫ মিনিট পর বারিধারা ম্যাচে সমতা নিয়ে আসে স্ট্রাইকার সুমন রেজার লক্ষ্যভেদে। মোস্তফা কাহারবার অ্যাসিস্টে নিখুঁতভাবে জাল কাঁপান জাতীয় দলের তরুণ এই ফুটবলার।

তবে খেলার প্রথমার্ধেই আরও ২ গোল করে বিরতিতে যায় মোহামেডান। ৩৬ মিনিটে রাকিব খান ইভানের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন দিয়াবাতে। যোগ করা সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে একজন হেড করার পর বক্সের ঠিক ওপর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান অনিক হোসেন।

৭৪তম মিনিটে পেনাল্টি মিস করে বারিধারার ফজিলভ। তার পেনাল্টি শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়।

খেলার ৮১ মিনিটে মোহামেডান চতুর্থ গোল করে বারিধারাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আমির হাকিম বাপ্পীর পাসে ইয়াসান বক্সের ভেতরে ফাঁকায় লক্ষ্যভেদ করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন।

একই মাঠে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোহামেডানের গোল উৎসব

আপডেটের সময় ০৭:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক: উত্তরা বারিধারা ক্রিয়াচক্রকে ৪-১ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৮ ম্যাচে নবম জয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে শন লেনের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার পঞ্চম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে বারিধারা। সুমন রেজা গোলকিপার বরাবর দুর্বল শট নিয়ে নষ্ট করেন ভালো সুযোগি।

তবে গুছিয়ে ওঠা মোহামেডান ১৯ মিনিটে এগিয়ে যায় আমির হাকিম বাপ্পীর দারুণ গোলে। সুলেমান দিয়াবাতের অ্যাসিস্টে বাঁ পায়ের জোরালো নিচু শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

৫ মিনিট পর বারিধারা ম্যাচে সমতা নিয়ে আসে স্ট্রাইকার সুমন রেজার লক্ষ্যভেদে। মোস্তফা কাহারবার অ্যাসিস্টে নিখুঁতভাবে জাল কাঁপান জাতীয় দলের তরুণ এই ফুটবলার।

তবে খেলার প্রথমার্ধেই আরও ২ গোল করে বিরতিতে যায় মোহামেডান। ৩৬ মিনিটে রাকিব খান ইভানের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন দিয়াবাতে। যোগ করা সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে একজন হেড করার পর বক্সের ঠিক ওপর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান অনিক হোসেন।

৭৪তম মিনিটে পেনাল্টি মিস করে বারিধারার ফজিলভ। তার পেনাল্টি শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়।

খেলার ৮১ মিনিটে মোহামেডান চতুর্থ গোল করে বারিধারাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আমির হাকিম বাপ্পীর পাসে ইয়াসান বক্সের ভেতরে ফাঁকায় লক্ষ্যভেদ করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন।

একই মাঠে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ