ভিয়েনা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ: অনিশ্চিত মুস্তাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ১৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটিতে খেলা অনিশ্চিত বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বুধবার জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ বল করেই চোট পেয়ে মাঠ ছাড়েন মুস্তাফিজ। তাঁর গোড়ালি ফুলে গেছে।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘মুস্তাফিজের চোট খুব বড় কিছু নয়। তাঁকে ফিজিও দেখছেন। ওর খেলার চান্স ফিফটি-ফিফটি।

নিজের খেলা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ইনজুরি এমন পর্যায়ে আছে, ঠিক হতে সময় লাগবে। পাঁচ-ছয়দিন বিশ্রাম নিলেই ঠিক হবে না। এখন ম্যানেজ করে খেলার চেষ্টা করছি। কাল আমি যতক্ষণ ব্যাটিং করেছি টেপিং করে।’

শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ: অনিশ্চিত মুস্তাফিজ

আপডেটের সময় ০৬:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটিতে খেলা অনিশ্চিত বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বুধবার জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ বল করেই চোট পেয়ে মাঠ ছাড়েন মুস্তাফিজ। তাঁর গোড়ালি ফুলে গেছে।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘মুস্তাফিজের চোট খুব বড় কিছু নয়। তাঁকে ফিজিও দেখছেন। ওর খেলার চান্স ফিফটি-ফিফটি।

নিজের খেলা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ইনজুরি এমন পর্যায়ে আছে, ঠিক হতে সময় লাগবে। পাঁচ-ছয়দিন বিশ্রাম নিলেই ঠিক হবে না। এখন ম্যানেজ করে খেলার চেষ্টা করছি। কাল আমি যতক্ষণ ব্যাটিং করেছি টেপিং করে।’

শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

ডেস্ক/ইবিটাইমস/আরএন