ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড জিতলে সোমবার সরকারি ছুটি

প্রধানমন্ত্রী বরিস জনসন এখনও কিছু বলেন নি, কিন্ত ছুটি ঘোষণার জন্য তার উপর চাপ বাড়ছে

ইউরোপ ডেস্কঃ আগামীকাল রবিবার (১১ জুলাই) রাত ৯ টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ফুটবলের ফাইনালে প্রতিদ্বন্ধীতা করবে স্বাগতিক ইংল্যান্ড বনাম ইতালি। ৫৫ বছর পর ইংল্যান্ডের জাতীয় ফুটবল দল এই প্রথম কোন বড় ধরণের ফাইনালে উঠল। কাজেই সমগ্র দেশের জনগণ ফাইনালে জেতার আশা রেখে এক অন্যরকম উৎসবের চিন্তাভাবনা শুরু করছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সরকারি ছুটির দিন ঘোষণার দাবী উঠেছে।

১৯৬৬ সালের পর সাড়ে পাঁচ দশকের ট্রফি খরা কাটাতেই হবে এইবার! ইটালির বিরুদ্ধে রবিবার রাতে ইউরো ফাইনালে নামার আগে এটাই মনের কথা গোটা ইংল্যান্ডবাসীর। প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও একজন ফুটবল প্রেমিক। তিনি আগামীকাল ফাইনাল খেলায় মাঠে থেকে খেলোয়াড়ের উৎসাহ যোগাবেন।

বৃটিশ রাজপরিবার থেকে প্রিন্স উইলিয়াম থাকছে এটাও প্রায় নিশ্চিত। ইতালির প্রধানমন্ত্রীও খেলার মাঠে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ও বৃটিশ সংবাদ মাধ্যমে ইংল্যান্ড ফুটবল দল ও দর্শকদের আচরণ নিয়ে কিছুটা আলোচনা সমালোচনা হচ্ছে। ইংল্যান্ডের সেমিফাইনালে এক বিতর্কিত পেনাল্টিতে ডেনমার্কের বিরুদ্ধে জয় এবং ওয়েম্বলির দর্শকদের আচরণ নিয়েও বিতর্ক তাড়া করে চলেছে ইংল্যান্ডকে। ডেনমার্ক আনুষ্ঠানিকভাবে পেনাল্টি গোলের মুহুর্তে তার গোলরক্ষককে গ্যালারি থেকে চোখে লেজার লাইট মারার অভিযোগ তোলা হয়েছে। উয়েফা কর্তৃপক্ষ ভিডিও দেখে এর সত্যতার প্রমাণও পেয়েছে।

এরই মধ্যে ফাইনালের রণনীতি তৈরি করছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। যেহেতু ইটালি প্রথম সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে গিয়েছে, ফলে তারা একদিন বেশি সময় পাচ্ছে বিশ্রামের। কিন্তু তা নিয়ে চিন্তিত নন সাউথগেট। ইউরো জিতলে খেতাব কাদের উৎসর্গ করা হবে বা সোমবার ইংল্যান্ডে ছুটি ঘোষণা করা হবে কি না, সে পরিকল্পনাও মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। ঠিক হয়েছে, দল চ্যাম্পিয়ন হলে করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিজেদের আর্থিক পুরস্কার তুলে দেবেন হ্যারি কেনরা। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে,ব্রিটেনের সরকারও প্রস্তুতি নিয়ে রেখেছে যে, ইংল্যান্ড জিতলে সোমবার সরকারি ছুটি থাকবে।

প্রধানমন্ত্রী বরিস জনসনও দেশের ইউরো ফাইনাল নিয়ে সমান উত্তেজিত। সেমিফাইনাল ম্যাচ তিনি দেখতে ওয়েম্বলিতে গিয়েছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। দেশ ফাইনালে ওঠার পরে সাউথগেটের প্রশংসা করে সাংবাদিকদের বলেছেন, ‍‘‍‘জাতীয় দল নিয়ে সাউথগেট একটা দুর্দান্ত কাজ করেছেন। ওকে সম্মান জানাচ্ছি।’’ দেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে, কাপ জিতলে নাইটহুড পেতে পারেন ইংল্যান্ড কোচ। যদিও বরিস জনসনের দফতর থেকে এ ব্যাপারে সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »