স্পোর্টস ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের কারণে অনেকটাই গ্ল্যামার হারিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। মাঠে দর্শকবিহীন খেলা হওয়ায় আকর্ষণও ছিল কম। সবমিলে রঙ হারিয়েছিল টুর্নামেন্টটি। তবে শেষ দিকে এসে জমে উঠেছে আসরটি। ফাইনালে খেলবে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
এই হাইভোল্টেজ ম্যাচে প্রাণ ফিরবে মারাকানার গ্যালারিতে। দুদলের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন কিছু সংখ্যক দর্শক। এমনটাই জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল।
আগামী ১১ জুলাই রিও দে জেনেইরোর মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দলের ২ হাজার ২০০ মানুষ ম্যাচটি দেখার সুযোগ পাবেন। সবগুলোও সৌজন্য টিকেট। ব্রাজিলে থাকা আর্জেন্টিনা কনস্যুলেট এই টিকেটগুলো পাবে এবং রিও দে জেনেইরোতে থাকা আর্জেন্টাইনরা এই টিকেটগুলো পাবে। তবে তাদেরকে মারাকানায় প্রবেশ করতে কোভিড-১৯-এর পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
ডেস্ক/ইবিটাইমস/আরএন