স্পোর্টস ডেস্ক: ইউরো উয়েফা চ্যাম্পিয়ন্স কাপে অঘটনের জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে চেক রিপাবরিক। শিরোপা প্রত্যাশী নেদারল্যান্ডসকে হারিয়ে দিলো ২-০ গোলে। উঠে গেলো ইউরোর শেষ আটে।
প্রথমার্ধে ভালো খেললেও গোলের দেখা পায়নি কোনো দলই। বরং খেলার ৫৫ মিনিটে নেদারল্যান্ডসের জুভেন্টাস ডিফেন্ডার ফ্রেঙ্কি ডি লিট বক্সের বাইরে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন।
খেলার ৬৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন চেকের টমাস হোলেস। এরপর ৮০ মিনিটে গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন প্যাট্রিক শিক। চলতি আসরে চেক প্রজাতন্ত্রের পাঁচ গোলের মধ্যে চারটিই করলেন শিক।
২০০৪ সালের পরে এবারই প্রথম চেক প্রজাতন্ত্র ইউরোর নক আউট পর্বে গোল করলো। এর ফলে উঠলো কোয়ার্টার ফাইনালে। এর আগে ডেনমার্কের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিলো তাঁরা। এবার অবশ্য শেষ আটে ডেনমার্কের সামনে প্রতিশোধ নেওয়ার পালা। কারণ সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ডেনিসরা মাঠে নামবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।
ডেস্ক/ইবিটাইমস/এমএন