ভিয়েনা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ফুটবলের উদ্বোধন আজ; মুখোমুখী ইতালি ও তুরস্ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ২৬ সময় দেখুন

ইতালির সময় সন্ধ্যা ৯ টায় (বাংলাদেশ রাত ১ টা) রোমের অলিম্পিক স্টেডিয়ামে বাঁশি বাচবে

ইউরোপ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনার জন্য দীর্ঘ এক বছর পর আজ ইতালির রাজধানী রোমের আইকনিক স্ট্যাডিয়ো ওলিম্পিকোতে (অলিম্পিক স্টেডিয়াম) তুরস্কের সাথে স্বাগতিক ইতালির ‘এ’ গ্রুপের খেলার মধ্য দিয়ে Euro 2020 এর মাস ব্যাপী খেলা শুরু হচ্ছে।

আজ শুধুমাত্র একটি খেলাই অনুষ্ঠিত হবে। এবারের এই Euro 2020 ইউরোপের মোট ১১ টি দেশে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে লন্ডনে।

ইউরোপের মোট ২৪ টি দেশ ৬ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে গ্রুপিং ভিত্তিতে খেলবে। গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল সরাসরি পরবর্তী রাউন্ডে এবং ৬ গ্রুপের শ্রেষ্ঠ ৪ তৃতীয় দেশও খেলবে পরবর্তী নক আউট রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে খেলবে মোট ১৬ টি দল।

আজকের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের (EM) উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্ব্বী স্বাগতিক ইতালি ও তুরস্ক দলের খুটিনাটি নিয়ে ইউরোপের ফুটবল বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে আমরা কিছু আলোচনা করবো।

আজকের ইতালি বনাম তুরস্কের ‘ইউরো 2020’ গ্রুপ ‘এ’ খেলার প্রাথমিক বিশ্লেষণ – তুরস্কের এক সময়ের স্টার ফুটবলার বর্তমানে কোচ সেনল গুনেস দলের দায়িত্ব নেওয়ার পর তারা গত ২৬ ম্যাচে মাত্র ৩ বার পরাজিত হয়েছে। ইউরো ২০২০ এর বাছাই পর্বে তুরস্ক অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তুর্কিরা সম্প্রতি আন্তর্জাতিক ফ্রেন্ডসশীপ খেলায় আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়েছে, গিনির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে এবং মোলডোভার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে। EM 2020 টুর্নামেন্টের আগে তার তাদের দুর্দান্ত প্রস্তুতিমূলক খেলা শেষ করেছে। তবে,আজ তারা ২০২০ ইউরোতে উদ্বোধনী খেলায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নস ইতালির মুখোমুখি হবে এবং ইতালিকে তার নিজের মাটিতে আটকিয়ে রাখা সহজ কাজ হবে না।

অন্যদিকে, ইতালি ২০২০ সালের ইউরোর আগে আট ম্যাচ জয়ের ধারাবাহিকতায় রয়েছে এবং সান মেরিনো এবং চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত জয় অর্জন করেছে। রবার্তো মনসিনি-র পুরুষেরা গত ২৭ খেলায় এখনও অপরাজিত রয়েছে। অবশ্য এই ২৭ খেলার মধ্যে যথেষ্ট ড্র খেলার রেকর্ড রয়েছে। আজ তারা জয়ের জন্য সর্বোচ্চ শক্তি দিয়েই তুরস্কের সাথে মোকাবেলা করবে। ইতালি ১৯৬৮ সালের পর আর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ জিততে পারে নি।

তুরস্কের পক্ষে, বুরক ইলমাজ আশা করছেন এসি মিলানের তারকা হাকান কালহানোগলুর সমর্থন নিয়ে আক্রমণ শুরু করবেন। ইতালির হয়ে, শুক্রবার থেকে শুরু হওয়া মারকো ভারের্তির সন্দেহ, অন্যদিকে চোটের কারণে লোরেঞ্জো পেরেলিগ্রিনি টুর্নামেন্ট থেকে সরে এসেছেন। ইতালির হয়ে লাইনের নেতৃত্ব দেওয়ার জন্য সিরো ইমমোবাইল এবং লরেঞ্জো ইনসিগিনকে পরামর্শ দেওয়া হয়েছে।

ইতালি ও তুরস্ক এই পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। ইতালি এই ১১ খেলায় তুরস্কের সাথে পরাজিত হন নি। ইতালি ও তুরস্কের এই ১১ খেলার মধ্যে ইতালি জিতেছে  ৮ বার এবং ৩ টি খেলা ড্র হয়েছে।

ইতালি বনাম তুরস্কের খেলার পূর্বাভাস বিশ্লেষণ- আজকের ইউরো ২০২০ এর উদ্বোধনী খেলায় তুরস্কের বিপক্ষে জয় পেতে পারে ইতালি অর্থাৎ অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞ স্বাগতিক ইতালিকেই আজ হট ফেবারিট মনে করছেন।

আজকের এই  “EM 2020” এর ইতালি বনাম তুরস্কের উদ্বোধনী খেলাটি অধিকাংশ ইউরোপীয় দেশের রাস্ট্রীয় টেলিভিশন ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারী চ্যানেল ইতালির রাজধানী রোম থেকে সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ফুটবলের উদ্বোধন আজ; মুখোমুখী ইতালি ও তুরস্ক

আপডেটের সময় ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

ইতালির সময় সন্ধ্যা ৯ টায় (বাংলাদেশ রাত ১ টা) রোমের অলিম্পিক স্টেডিয়ামে বাঁশি বাচবে

ইউরোপ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনার জন্য দীর্ঘ এক বছর পর আজ ইতালির রাজধানী রোমের আইকনিক স্ট্যাডিয়ো ওলিম্পিকোতে (অলিম্পিক স্টেডিয়াম) তুরস্কের সাথে স্বাগতিক ইতালির ‘এ’ গ্রুপের খেলার মধ্য দিয়ে Euro 2020 এর মাস ব্যাপী খেলা শুরু হচ্ছে।

আজ শুধুমাত্র একটি খেলাই অনুষ্ঠিত হবে। এবারের এই Euro 2020 ইউরোপের মোট ১১ টি দেশে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে লন্ডনে।

ইউরোপের মোট ২৪ টি দেশ ৬ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে গ্রুপিং ভিত্তিতে খেলবে। গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল সরাসরি পরবর্তী রাউন্ডে এবং ৬ গ্রুপের শ্রেষ্ঠ ৪ তৃতীয় দেশও খেলবে পরবর্তী নক আউট রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে খেলবে মোট ১৬ টি দল।

আজকের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের (EM) উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্ব্বী স্বাগতিক ইতালি ও তুরস্ক দলের খুটিনাটি নিয়ে ইউরোপের ফুটবল বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে আমরা কিছু আলোচনা করবো।

আজকের ইতালি বনাম তুরস্কের ‘ইউরো 2020’ গ্রুপ ‘এ’ খেলার প্রাথমিক বিশ্লেষণ – তুরস্কের এক সময়ের স্টার ফুটবলার বর্তমানে কোচ সেনল গুনেস দলের দায়িত্ব নেওয়ার পর তারা গত ২৬ ম্যাচে মাত্র ৩ বার পরাজিত হয়েছে। ইউরো ২০২০ এর বাছাই পর্বে তুরস্ক অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তুর্কিরা সম্প্রতি আন্তর্জাতিক ফ্রেন্ডসশীপ খেলায় আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়েছে, গিনির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে এবং মোলডোভার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে। EM 2020 টুর্নামেন্টের আগে তার তাদের দুর্দান্ত প্রস্তুতিমূলক খেলা শেষ করেছে। তবে,আজ তারা ২০২০ ইউরোতে উদ্বোধনী খেলায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নস ইতালির মুখোমুখি হবে এবং ইতালিকে তার নিজের মাটিতে আটকিয়ে রাখা সহজ কাজ হবে না।

অন্যদিকে, ইতালি ২০২০ সালের ইউরোর আগে আট ম্যাচ জয়ের ধারাবাহিকতায় রয়েছে এবং সান মেরিনো এবং চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত জয় অর্জন করেছে। রবার্তো মনসিনি-র পুরুষেরা গত ২৭ খেলায় এখনও অপরাজিত রয়েছে। অবশ্য এই ২৭ খেলার মধ্যে যথেষ্ট ড্র খেলার রেকর্ড রয়েছে। আজ তারা জয়ের জন্য সর্বোচ্চ শক্তি দিয়েই তুরস্কের সাথে মোকাবেলা করবে। ইতালি ১৯৬৮ সালের পর আর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ জিততে পারে নি।

তুরস্কের পক্ষে, বুরক ইলমাজ আশা করছেন এসি মিলানের তারকা হাকান কালহানোগলুর সমর্থন নিয়ে আক্রমণ শুরু করবেন। ইতালির হয়ে, শুক্রবার থেকে শুরু হওয়া মারকো ভারের্তির সন্দেহ, অন্যদিকে চোটের কারণে লোরেঞ্জো পেরেলিগ্রিনি টুর্নামেন্ট থেকে সরে এসেছেন। ইতালির হয়ে লাইনের নেতৃত্ব দেওয়ার জন্য সিরো ইমমোবাইল এবং লরেঞ্জো ইনসিগিনকে পরামর্শ দেওয়া হয়েছে।

ইতালি ও তুরস্ক এই পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। ইতালি এই ১১ খেলায় তুরস্কের সাথে পরাজিত হন নি। ইতালি ও তুরস্কের এই ১১ খেলার মধ্যে ইতালি জিতেছে  ৮ বার এবং ৩ টি খেলা ড্র হয়েছে।

ইতালি বনাম তুরস্কের খেলার পূর্বাভাস বিশ্লেষণ- আজকের ইউরো ২০২০ এর উদ্বোধনী খেলায় তুরস্কের বিপক্ষে জয় পেতে পারে ইতালি অর্থাৎ অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞ স্বাগতিক ইতালিকেই আজ হট ফেবারিট মনে করছেন।

আজকের এই  “EM 2020” এর ইতালি বনাম তুরস্কের উদ্বোধনী খেলাটি অধিকাংশ ইউরোপীয় দেশের রাস্ট্রীয় টেলিভিশন ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারী চ্যানেল ইতালির রাজধানী রোম থেকে সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।

কবির আহমেদ/ ইবি টাইমস