বার্সেলোনা, স্পেনঃ বার্সেলোনার কাতালোনীয়া আওয়ামী লীগের নব গঠিত আহবায়ক কমিটি নিয়ে নেতা-কর্মীদের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে । এর প্রেক্ষিতে ৭ জুন সোমবার বার্সেলোনায় স্হানীয় কুয়েত্রা হোটেলে সমন্বয় কমিটি ঘোষনা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাতালোনিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি মোনায়েম হোসেন চৌধুরী বাবলার অনুরোধে সম্মেলন পরিচালনা করেন কাতালোনীয়া আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি আমির হোসেন আমু, সভাপতিত্ব করেন বীর মুক্তিযাদ্ধা আলাউদ্দিন হক নেসা।
স্পেন আওয়ামী লীগের একতরফা সিদ্ধান্তে ও বার্সেলোনা কাতালোনীয়া আওয়ামী লীগ নব গঠিত মন গড়া আহবায়ক কমিটির তীব্র সমালোচনা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোনায়েম হোসেন চৌধুরী বাবলা, জাহাঙ্গীর আলম,শাহ আলম স্বাধীন,শিমুল চৌধুরী, বেলাল উদ্দিন, তৌফিকুজ্জান সহজ, মহিবুল আলম খয়েস, মোখলেছুর রহমান নাসিম, ফিরোজ আলম, মহিউদ্দিন কিশোর, মহিউদ্দিন হারুন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
বক্তারা দূ:খ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার হতে দেয়া হবে না ।
বক্তারা আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া নামী-বেনামী স্বার্থান্বেষীদের নিয়ে স্পেন কমিটি গঠন করা হয়েছে। এটা দলের জন্য নেতা কর্মীরা অশুভ ইঙ্গিত বলে দাবী করেন। তাছাড়া সদ্য ঘোষিত বার্সেলোনা কাতালোনীয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটিরও সমালোচনা করেন।
স্পেন আওয়ামীলীগ ও সদ্য ঘোষিত কাতালোনীয়া আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ প্রতিবাদের মধ্য দিয়া এই দুই কমিটিকে প্রত্যাখ্যান করেন।
তারা হলেন, যুগ্ন সম্পাদক খালেদুর রহমান, শাহ আলম স্বাধীন, খুরশীদ আলম বাদল, আমির হোসেন আমু, শামীম হাওলাদার। শান্তা কলমা আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল আলম স্বপন উভয় কমিটি বয়কট এর ঘোষনা সহ লিখিত অনুলিপি পাঠ করেন।
পরিশেষে সভার সভাপতি আলাউদ্দিন হক নেসা কাতালোনীয়া আওয়ামী লীগের সমন্বয় কমিটিতে অন্তরর্ভূক্ত সকলের নাম ঘোষনা করে উপস্হিত সাংবাদিক, কলাকৌশলী ও রাজনৈতিক নেতা-কর্মীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।
মহিউদ্দিন হারুন/ইবি টাইমস