
অস্ট্রিয়ার নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ডা.ভল্ফগ্যাং মুকস্টাইনের শপথ গ্রহণ
ইউরোপ ডেস্কঃ আজ সোমবার সকালে অস্ট্রিয়ার রাস্ট্রপতি প্রাসাদে অস্ট্রিয়ার ফেডারেল রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডের বেলেন দেশের নতুন স্বাস্থ্যমন্ত্রী ও সামাজিক বিষয়ক মন্ত্রী হিসাবে ডাক্তার ভল্ফগ্যাং মুকস্টাইনকে (Wolfgang Mückstein) শপথ বাক্য পাঠ করিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের একজন নতুন মন্ত্রী হিসাবে অনুমোদন দেন। উল্লেখ্য যে,গত সপ্তাহে অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার (গ্রিনস) স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকারের উপ প্রধান ভার্নার…