
আগামীকাল বৃহস্পতিবার থেকে অস্ট্রিয়ায় FFP2 মাস্ক প্রতি পিস মাত্র ৫৯ সেন্ট !
ইউরোপ ডেস্কঃ আগামী ২৫ জানুয়ারী থেকে অস্ট্রিয়ায় গণপরিবহন ও সুপারমার্কেট সহ অন্যান্য কেনাকাটার দোকানে FFP2 মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে মানুষের মধ্যে এই মাস্কের মূল্য নিয়ে এক আশঙ্কা দেখা দিয়েছে। অবশ্য সরকার পূর্বেই মাস্কের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আশ্বাস দিয়েছিলেন। আজ বিকালে অস্ট্রিয়ার সুপারমার্কেট HOFER তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামীকাল ২১…