
পশ্চিম অস্ট্রিয়ায় ব্যাপক তুষারপাত ও ঝড়ে জীবন যাত্রা স্থবির
ইউরোপ ডেস্কঃ অষ্ট্রিয়ার Vorarlberg রাজ্যে ৭,৪০০ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়েছে,আল্পস পর্বত বেষ্টিত অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্যগুলি ব্যাপক শীতকালীন বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়ে পড়েছে। আজ সুইজারল্যান্ড সংলগ্ন অস্ট্রিয়ার Vorarlberg রাজ্যে প্রচুর নতুন তুষারপাত ও তীব্র তুষারঝড়ের ফলে গাছ পড়ে ১১০ কেভি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ার ফলে প্রায় ৭,৪০০ টি বাড়ি বিদ্যুৎবিহীন…