
অস্ট্রিয়ায় করোনা বিপদ এখনও কাটে নি : রুডল্ফ আনস্কোবার
সোমবার ২৩ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার হুঁশিয়ারি দিয়ে বলেন, লকডাউনের ফলে সংক্রমণের বিস্তার কিছুটা হ্রাস পেলেও সপ্তাহের গড় সংক্রমণ এখনও বিপদজনক পর্যায়েই আছে। তিনি সতর্ক করে আরও বলেন,”লকডাউনের সময় শেষ হলেই সবকিছু পূর্বের মত স্বাভাবিক হয়ে যাবে এমন ভাবা যাবে না।” গত ১৭ নভেম্বর থেকে অস্ট্রিয়ায় দ্বিতীয় লকডাউন ঘোষণার আজ…