
১৫০ জন যাত্রী নিয়ে Wizz Air এর ভিয়েনায় জরুরী অবতরণ
ইউরোপ ডেস্কঃ হাঙ্গেরির মালিকাধীন Wizz Air ১৫০ জন যাত্রী নিয়ে ভিয়েনা থেকে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকর উদ্দেশ্যে যাত্রার ৩০ মিনিট পর যান্ত্রিক ত্রুটির জন্য পুনরায় ফেরত ঘুরে জরুরী অবতরণ করে। এই সময় ক্ষণিকের জন্য ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। ফায়ার ব্রিগেড সহ সকল রেসকিউ টিমকে প্রস্তুত রাখা হয়েছিল। এই বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন…