
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছেন পিরোজপুরের জেলেরা
লাহেল মাহমুদ, পিরোজপুর : সরকার ঘোষিত টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারো সাগরে জাল ফেলা শুরু করেছেন উপকূলীয় জেলা পিরোজপুরের মৎস্য শিকারিরা। রবিবার (২৫ জুলাই) জাল ফেলতে সদলবলে সাগরে গেছেন মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, সাপলেজা, তুষখালী ও মিরুখালী ইউনিয়নের জেলেরা। এ ছাড়া জেলার ইন্দুরকানী উপজেলার ও নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ও মালিখালী ইউনিয়নের শুরু করেছেন সাগরে মৎস্য…