
সন্তান জন্মের আট ঘন্টা পরে করোনায় মায়ের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর : করোনা আক্রান্ত মায়ের কোলে জন্ম নেয়া নব জাতকের ভাগ্যে জোটে নি মায়ের মুখ দেখা। কন্যাটি জন্ম নেয়ার সাথে সাথেই নবজাতকের সংক্রামন থেকে রক্ষা করতে নিরাপদে নেয়া হয়। ওই সন্তানটি জন্মের আট ঘন্টা পর করোনা আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়। মায়ের দুধ কপালে জুটেনি নবজাতকের। করোনার কাছে মৃত্যু যুদ্ধে হেরে যাওয়া ওই…