মেসি ম্যাজিকে উড়ে গেল বলিভিয়া, কোপায় ৪-১ গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক: আকাশী-সাদা জার্সিটা গায়ে দিয়ে আবারো জ্বলে উঠলেন মেসি। সে আগুনে পুড়ল বলিভিয়া। আর্জেন্টিনার জয় ৪-১ গোলের বড় ব্যবধানে। বিশাল এই জয়ে জোড়া গোল করেছেন মেসি। বাকি দুটি গোল করলেন গোমেজ এবং মার্টিনেজ। বলিভিয়ার হয়ে একমাত্র সান্তনাসূচক গোলটি করেন এরউইন সাভিদরা। মাঠে নামার সঙ্গে সঙ্গেই হাভিয়ের ম্যাসচেরানোকে পিছনে ফেলে আলবিসেলেস্তের হয়ে ১৪৮ ম্যাচ খেলে…

Read More
Translate »