
মেঘ দেখলেই দুশ্চিন্তা বাড়ে লালমোহনের আবাসনবাসীর মনে
সালাম সেন্টু, লালমোহন (ভোলা): আকাশে মেঘ দেখলেই দুশ্চিন্তা বাড়ে ভোলার লালমোহন উপজেলার প্রায় প্রতিটি আবাসনের বাসিন্দাদের। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ঘরগুলোতে বৃষ্টির পানি পরে নষ্ট হয় কষ্টার্জিত আসবাবপত্রগুলো। নির্ঘুম কাটাতে হয় সারারাত। জরাজীর্ণ ঘরের এ চিত্র উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে নির্মিত সরকারী (গুচ্ছগ্রাম) আবাসনের। দুর্ভোগের শেষ নেই এখানে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর। সরেজমিনে গিয়ে দেখা…