
ভিয়েনা রাজ্যের মেয়রের সমালোচনায় অস্ট্রিয়ার পর্যটন মন্ত্রী
সরকার যখন সমগ্র অস্ট্রিয়ায় বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে তখন ভিয়েনার রাজ্যের এই নতুন বিধিনিষেধ “সম্পূর্ণ অযৌক্তিক”- পর্যটন মন্ত্রী ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন আজ স্থানীয় একটি সম্প্রচার কেন্দ্রে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার পর্যটন মন্ত্রী এলিসাবেথ কস্টিংগার(ÖVP) রাজধানী রাজ্য ভিয়েনায় করোনার বিধিনিষেধ আরও শক্ত করায় ব্যাপক করে বলেন, এই বিধিনিষেধ এই মুহুর্তে সম্পূর্ণ অযৌক্তিক এবং…