
ভারতে পাচার হওয়া কিশোরী সাত বছর পর মায়ের কাছে ফিরে আসছে
ঝালকাঠি প্রতিনিধিঃ ভারতে পাচার হওয়া চম্পা আক্তার রহিমা(১৯) নামের কিশোরী সাত বছর পর তার মা ফাতেমা বেগমের কাছে ফিরে এসেছে। ভারতের আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার ঝালকাঠির নারী ও শিশু নিযার্তন দমন বিশেষ ট্রাইবুনাল আদালতে হাজির করা হলে আদালত মায়ের আবেদনের প্রেক্ষিতে চম্পাকে মায়ের জিম্মায় দিয়েছে। ১২ বছর বয়সে এই শিশু কন্যাকে খুলনায় একটি বাসায়…