
নাইজারের মরুভূমিতে বাংলাদেশিসহ বহু অভিবাসী আটকা
ইবিটাইমস ডেস্ক: আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলের উত্তপ্ত মরুভূমিতে অনেক বাংলাদেশিসহ কয়েক হাজার অভিবাসী আটকা পড়েছেন। বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর নাইজারের সিলুয়েত্তে এলাকার সমতল মরুভূমিতে অভিবাসীদের দীর্ঘ সারি দেখা গেছে। যারা সমতল মরুভূমিতে হাঁটছেন। তাদের মধ্যে যারা সবল তারা সামনে আর দুর্বলরা পেছনে হাঁটছেন। সিলুয়েত্তের সমতল মরুভূমিতে…