
ডাচদের হারিয়ে ইউরো শেষ আটে চেক প্রজাতন্ত্র
স্পোর্টস ডেস্ক: ইউরো উয়েফা চ্যাম্পিয়ন্স কাপে অঘটনের জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে চেক রিপাবরিক। শিরোপা প্রত্যাশী নেদারল্যান্ডসকে হারিয়ে দিলো ২-০ গোলে। উঠে গেলো ইউরোর শেষ আটে। প্রথমার্ধে ভালো খেললেও গোলের দেখা পায়নি কোনো দলই। বরং খেলার ৫৫ মিনিটে নেদারল্যান্ডসের জুভেন্টাস ডিফেন্ডার ফ্রেঙ্কি ডি লিট বক্সের বাইরে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন। খেলার ৬৮ মিনিটে…