
টাঙ্গাইলের ২৪ গ্রাম মূলস্রোতধারার বাইরে
সেতুর অভাবে কষ্টে ৩০ হাজার মানুষ মাহমুদনগর ইউপি দ্বীপে পরিনত জীবন-যাত্রায় পিছিয়ে দীর্ঘদিন উপেক্ষিত সেতুর দাবি শফিকুজ্জামান খান মোস্তফাঃ গ্রীষ্মে সূর্যের প্রখরতা ও বর্ষায় খেয়া এবং শীতে ঘন কুয়াশা ভেদ করে চরাঞ্চলের কিলোমিটারব্যাপী রাশি রাশি বালু মাড়িয়ে নিদারুণ কষ্টে দীর্ঘদিন ধরে চলাচল করছেন ৩০ হাজার মানুষ। খরস্রোতা ধলেশ^রী নদী পুরো একটি ইউনিয়নকে…