
লোয়ার অস্ট্রিয়ায় গাছের সাথে ধাক্কা লাগে গাড়ি উল্টে নিহত ৩, আহত ২
হতাহতের সকলেই হাঙ্গেরির নাগরিক বলে জানা গেছে ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৫ নভেম্বর) অস্ট্রিয়ার লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের গ্যানসের্নডর্ফ (Gänserndorf) জেলায় একটি মর্মান্তিক টদুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের তথ্য অনুসারে,হতাহতের সকলেই অস্ট্রিয়ার প্রতিবেশী হাঙ্গেরির মৌসুমী শ্রমিক। পুলিশ আরও জানায় গাড়িটি তীব্র গতিতে জেলার বি ৪৯ (B49) সড়কে অন্ধকার ও কুয়াশার মধ্যে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে…