
অস্ট্রিয়ার Tirol রাজ্যে নিবন্ধন ছাড়াই করোনার টিকাদানে শত শত মানুষের ভিড়
অস্ট্রিয়ায় করোনায় পর পর দুইদিন কোন মৃত্যু নেই ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় তাদের নিয়মিত করোনার আপডেটে জানিয়েছেন গত শরতের পর এই প্রথম অস্ট্রিয়ায় পর পর দুইদিন কেহ মারা যান নি। তাছাড়াও করোনার সংক্রমণ এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে। অস্ট্রিয়ার হাসপাতাল ও আইসিইউ বেডও অনেক খালি হয়েছে। কাজেই এক কথায় বলা যায় অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি খুবই…