ভিয়েনা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চীনের উপহারের ৫ লাখ টিকা পেল বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • ১৯ সময় দেখুন

ঢাকা: চীন সরকারের উপহার দেয়া পাঁচ লাখ ডোজ সিনোফার্মের কোভিড টিকা গ্রহণ করেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার (১২ মে) বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা হস্তান্তর করেন।

এ সময় টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। জাহিদ মালেক বলেন, সরকার আরও টিকা আনার চেষ্টা করছে। আশা করা যায় বিভিন্ন দেশ থেকে আরো টিকা আসবে। তিনি বরেন, যে হারে মানুষ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ঈদে বাড়ি ফিরছে, তাতে শুধু ভ্যাকসিন দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সব ঠিকঠাক থাকলে আরো ভ্যাকসিন আসবে দেশে। সরকার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

এর আগে আজ ভোরে চীনের সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ও এডি সিরিঞ্জ বাংলাদেশে এসে পৌঁছায়।

বুধবার ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর সি ১৩০ জে পরিবহণ বিমানটি চীন থেকে ভ্যাকসিন নিয়ে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবত চীনা ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। এ সময় চীনের একটি প্রতিনিধিদলও সেখানে উপস্থিত ছিল।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনের উপহারের ৫ লাখ টিকা পেল বাংলাদেশ

আপডেটের সময় ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১

ঢাকা: চীন সরকারের উপহার দেয়া পাঁচ লাখ ডোজ সিনোফার্মের কোভিড টিকা গ্রহণ করেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার (১২ মে) বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা হস্তান্তর করেন।

এ সময় টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। জাহিদ মালেক বলেন, সরকার আরও টিকা আনার চেষ্টা করছে। আশা করা যায় বিভিন্ন দেশ থেকে আরো টিকা আসবে। তিনি বরেন, যে হারে মানুষ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ঈদে বাড়ি ফিরছে, তাতে শুধু ভ্যাকসিন দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সব ঠিকঠাক থাকলে আরো ভ্যাকসিন আসবে দেশে। সরকার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

এর আগে আজ ভোরে চীনের সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ও এডি সিরিঞ্জ বাংলাদেশে এসে পৌঁছায়।

বুধবার ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর সি ১৩০ জে পরিবহণ বিমানটি চীন থেকে ভ্যাকসিন নিয়ে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবত চীনা ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। এ সময় চীনের একটি প্রতিনিধিদলও সেখানে উপস্থিত ছিল।

ঢাকা/ইবিটাইমস/আরএন