ভিয়েনা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন প্রার্থীর সংবাদ সম্মেলন প্রবাসীদের রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে : সালাউদ্দিন আলমগীর অস্ট্রিয়ায় আল্পসে এ পর্যন্ত তুষারধসে ৮ সৌখিন স্কিয়ারের মৃত্যু ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা ইরানে বিক্ষোভের ‘উসকানিদাতাদের’ কঠোরভাবে দমন করার নির্দেশ খামেনির গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ‘শুল্ক হুমকি’র নিন্দা মাখোঁর ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

প্রবাসীদের রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে : সালাউদ্দিন আলমগীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও আপনারা আমাদের প্রাণের বাসাইল-সখীপুরকে হৃদয়ে ধারণ করেন। দেশের ক্রান্তিলগ্নে আপনাদের অবদান অপরিসীম ও অনস্বীকার্য।

রোববার(১৮ জানুয়ারি) টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল নিজ কার্যালয়ে এক কর্মীসভায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ইতোমধ্যে প্রবাসীদের জন্য বহির্বিশ্বে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। বাসাইল-সখীপুরের ১৬ হাজারেরও বেশি প্রবাসী ভাই-বোন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন- এটি আমাদের জন্য অতি আনন্দ ও গৌরবের বিষয়।

লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। তাই বাসাইল-সখীপুর সহ দেশ ও জাতির পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে প্রবাসী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতি আপনাদের নিয়ে গর্বিত। প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে আগামি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী ভাই-বোনেরা ভোটপ্রদান করতে পারবেন। ভোটপ্রদানে ভেবে-চিন্তে যোগ্য, পরোপকারী, বাসাইল-সখীপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীকে বেছে নিবেন।

ওই কর্মীসভায় বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাষ্টার, সখীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন রাসেলের শতাধিক নির্বাচনী কর্মী উপস্থিত ছিলেন।

এদিন পরে তিনি সখীপুরে অবসরপ্রাপ্ত সৈনিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ওই মতবিনিময় সভায়ও অনুরূপ বক্তব্য রাখেন।
ঢাকা/ইবিটাইমম/এসএস

জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রবাসীদের রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে : সালাউদ্দিন আলমগীর

আপডেটের সময় ০২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও আপনারা আমাদের প্রাণের বাসাইল-সখীপুরকে হৃদয়ে ধারণ করেন। দেশের ক্রান্তিলগ্নে আপনাদের অবদান অপরিসীম ও অনস্বীকার্য।

রোববার(১৮ জানুয়ারি) টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল নিজ কার্যালয়ে এক কর্মীসভায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ইতোমধ্যে প্রবাসীদের জন্য বহির্বিশ্বে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। বাসাইল-সখীপুরের ১৬ হাজারেরও বেশি প্রবাসী ভাই-বোন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন- এটি আমাদের জন্য অতি আনন্দ ও গৌরবের বিষয়।

লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। তাই বাসাইল-সখীপুর সহ দেশ ও জাতির পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে প্রবাসী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতি আপনাদের নিয়ে গর্বিত। প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে আগামি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী ভাই-বোনেরা ভোটপ্রদান করতে পারবেন। ভোটপ্রদানে ভেবে-চিন্তে যোগ্য, পরোপকারী, বাসাইল-সখীপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীকে বেছে নিবেন।

ওই কর্মীসভায় বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাষ্টার, সখীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন রাসেলের শতাধিক নির্বাচনী কর্মী উপস্থিত ছিলেন।

এদিন পরে তিনি সখীপুরে অবসরপ্রাপ্ত সৈনিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ওই মতবিনিময় সভায়ও অনুরূপ বক্তব্য রাখেন।
ঢাকা/ইবিটাইমম/এসএস