পুলিশ জানিয়েছে, একটি গাড়ি ও একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর এবং পঞ্চাশের কোঠায় এক ব্যক্তি নিহত হয়েছেন
ইউরোপ ডেস্কঃ রোববার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বোল্টনের উইগান রোডে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে উভয় গাড়ির দুই চালক রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। জানা গেছে,দুইটি গাড়িই বাংলাদেশীদের।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, ট্যাক্সিটি ছিল গাঢ় রঙের একটি সিট্রোয়েন, আর ১৮ থেকে ১৯ বছর বয়সী তিন কিশোর ছিলেন একটি লাল রঙের সিট গাড়িতে।
যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিহত তিন কিশোরের নাম মুহাম্মদ দানিয়াল আসগার আলী, ফারহান প্যাটেল এবং মোহাম্মদ জিবরাইল মুখতার—তিনজনই বোল্টনের বাসিন্দা। ট্যাক্সিচালকের নাম মাসরোব আলী, তিনি ব্ল্যাকবার্নের বাসিন্দা।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর




















