শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল থেকে বুধবার (৭ জানুয়ারী) সকাল পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৭ জানুয়ারী) সকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- নাছির হোসেন, রিফাত, সোহেল মিয়া, ইস্পাহানি ডালি, মনিয়ার হোসেন, মিজানুর রহমান, সাদিকুল ইসলাম এবং মোছলেম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা সখীপুর, ঘাটাইল, মির্জাপুর, নাগরপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর এবং বাসাইল থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামী। গ্রেফতারকৃত সকল এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামীর বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহল প্রক্রিয়ধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















