ভিয়েনা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরের শুরুতেই তুষারপাত ও ঠান্ডায় বিপর্যস্ত ইউরোপ – ৬ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৪৪ সময় দেখুন

ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সে পাঁচজন এবং বসনিয়া ও হার্জেগোভিনায় একজন নিহত হয়েছেন

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (৬ জানুয়ারী) ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফজনিত দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। পুলিশ জানায়, পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। অন্য ঘটনায় তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ফুটপাতে ধাক্কা দিয়ে মার্ন নদীতে পড়ে গেলে একজনের মৃত্যু হয়।

এদিকে পূর্বের বলকান অঞ্চলজুড়েও তীব্র তুষারপাত ও ভারি বৃষ্টি হয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে।

নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে আজ বুধবার (৭ জানুয়ারী) ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে সংযোগ ফ্লাইটসহ বহু যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে। বিমানবন্দরের বিভিন্ন কাউন্টারে ফ্লাইট সংক্রান্ত তথ্য জানার জন্য দীর্ঘ সারি দেখা যায়।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর বড় একটি অংশ পরিচালনা করছিল ডাচ এয়ারলাইন কেএলএম (KLM)। সংস্থাটি জানায়, বিমানের বরফ গলানোর তরলের সরবরাহ প্রায় শেষ হয়ে গেছে। ‘চরম’ আবহাওয়া ও সরবরাহ জটিলতাকে এর জন্য দায়ী করা হয়েছে।

আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার চেষ্টা করা স্পেনের যাত্রী হাভিয়ের সেপুলভেদা রয়টার্সকে বলেন, বিমানবন্দরের পরিস্থিতি ছিল ‘অরাজক, হতাশাজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে কেএলএম সহায়তা ডেস্কে লাইনে দাঁড়িয়েও ছয় ঘণ্টা পর সামনে পৌঁছাতে পারেননি।

স্কিপহোল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তুষার পরিষ্কারকারী দল সার্বক্ষণিক কাজ করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানগুলো সতর্কতার সঙ্গে বরফমুক্ত করা হচ্ছে। তবে ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, বুধবার আরও অন্তত ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও মারাত্মক বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার সকালে আইটি সমস্যার কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। সকাল ৯টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। এ ছাড়া আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো বাতিল বা বিলম্বে চলাচল করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন বছরের শুরুতেই তুষারপাত ও ঠান্ডায় বিপর্যস্ত ইউরোপ – ৬ জনের মৃত্যু

আপডেটের সময় ১২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সে পাঁচজন এবং বসনিয়া ও হার্জেগোভিনায় একজন নিহত হয়েছেন

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (৬ জানুয়ারী) ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফজনিত দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। পুলিশ জানায়, পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। অন্য ঘটনায় তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ফুটপাতে ধাক্কা দিয়ে মার্ন নদীতে পড়ে গেলে একজনের মৃত্যু হয়।

এদিকে পূর্বের বলকান অঞ্চলজুড়েও তীব্র তুষারপাত ও ভারি বৃষ্টি হয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে।

নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে আজ বুধবার (৭ জানুয়ারী) ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে সংযোগ ফ্লাইটসহ বহু যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে। বিমানবন্দরের বিভিন্ন কাউন্টারে ফ্লাইট সংক্রান্ত তথ্য জানার জন্য দীর্ঘ সারি দেখা যায়।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর বড় একটি অংশ পরিচালনা করছিল ডাচ এয়ারলাইন কেএলএম (KLM)। সংস্থাটি জানায়, বিমানের বরফ গলানোর তরলের সরবরাহ প্রায় শেষ হয়ে গেছে। ‘চরম’ আবহাওয়া ও সরবরাহ জটিলতাকে এর জন্য দায়ী করা হয়েছে।

আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার চেষ্টা করা স্পেনের যাত্রী হাভিয়ের সেপুলভেদা রয়টার্সকে বলেন, বিমানবন্দরের পরিস্থিতি ছিল ‘অরাজক, হতাশাজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে কেএলএম সহায়তা ডেস্কে লাইনে দাঁড়িয়েও ছয় ঘণ্টা পর সামনে পৌঁছাতে পারেননি।

স্কিপহোল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তুষার পরিষ্কারকারী দল সার্বক্ষণিক কাজ করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানগুলো সতর্কতার সঙ্গে বরফমুক্ত করা হচ্ছে। তবে ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, বুধবার আরও অন্তত ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও মারাত্মক বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার সকালে আইটি সমস্যার কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। সকাল ৯টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। এ ছাড়া আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো বাতিল বা বিলম্বে চলাচল করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর