শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণার দাবিতে মঙ্গলবার (৪ নভেম্বর) দিনব্যাপী দুটি পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে। একদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকরা, অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা নিজ নিজ দাবিতে মিছিল করেন।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। এতে আসনটিতে দুই শীর্ষ নেতার সমর্থকরা মাঠে নেমেছেন।
দুপুরে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দলীয় নেতাকর্মীরা টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। বক্তারা বলেন, “টাঙ্গাইল সদর আসনে সুলতান সালাউদ্দিন টুকুর বিকল্প নেই। তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতা।”
অন্যদিকে বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে পৌর উদ্যান থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশে রূপ নেয়। এতে জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, কৃষক দলের সদস্য সচিব শামিমুর রহমান খান শামিমসহ নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “টাঙ্গাইলের অন্য আসনগুলোতে প্রার্থী ঘোষণা হলেও সদর আসনে বিলম্ব হচ্ছে। আমরা চাই, টাঙ্গাইলের স্থানীয় এবং জনগণের সাথে সম্পৃক্ত প্রার্থীকে দ্রুত মনোনয়ন দেওয়া হোক।”
ঢাকা/ইবিটাইমস/এসএস






















