মোতাব্বির হুসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে অন্তত ৩০–৩৫ জন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন মাধবপুর থানার একটি সূত্র।
ঢাকা/ইবিটাইমস/এসএস