ভিয়েনা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার মেঘনায় জাহাজ ডুবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি সৌমী-১ নামে একটি সিমেন্টবেঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার চৌকিঘাটা মাছ ঘাটের অদূরে মধ্য মেঘনায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ মালবাহী জাহাজটি ডুবে যায়। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা ১৮ হাজার বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে।

জাহাজ মালিকের দাবি, এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল শুক্রবার দুপুরে ভোলার দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে যায় এমভি সৌমি-১। আজ শনিবার দুপুরে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর জাহাজটি সৌমি-১-কে সজোরে ধাক্কা দেয়ায় সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে ডুবে যায়। পরে জাহাজে থাকা ৬ নাবিককে স্থানীয় জেলেদের সহযোগিতায় ট্রলারযোগে উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, তাঁরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটিকে সতর্ক করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার মেঘনায় জাহাজ ডুবি

আপডেটের সময় ০৪:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি সৌমী-১ নামে একটি সিমেন্টবেঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার চৌকিঘাটা মাছ ঘাটের অদূরে মধ্য মেঘনায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ মালবাহী জাহাজটি ডুবে যায়। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা ১৮ হাজার বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে।

জাহাজ মালিকের দাবি, এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল শুক্রবার দুপুরে ভোলার দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে যায় এমভি সৌমি-১। আজ শনিবার দুপুরে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর জাহাজটি সৌমি-১-কে সজোরে ধাক্কা দেয়ায় সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে ডুবে যায়। পরে জাহাজে থাকা ৬ নাবিককে স্থানীয় জেলেদের সহযোগিতায় ট্রলারযোগে উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, তাঁরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটিকে সতর্ক করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।
ঢাকা/এসএস