ভিয়েনা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখান করেছে : টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “ইতিমধ্যেই দেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখান করেছে। মানুষ আসলে পিআর পদ্ধতি বোঝে না। মানুষ যেমন আগে ভোট দিয়েছে, তেমনি ভবিষ্যতেও নিজের এলাকার নেতা বেছে নেবে। এলাকার সুখ-দুঃখ যে বুঝবে, তাকেই মানুষ প্রতিনিধি হিসেবে চাইবে। তাই যে পদ্ধতিতে মানুষ ভোট দিয়ে এসেছে, সেটিই বহাল রাখা উচিত। যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলে তারা আসলে নির্বাচনের বিরোধিতা করে।”

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা চিকলি ফাস্টফুট অ্যান্ড পার্টি সেন্টারে সদর উপজেলা বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি-সম্পাদকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রতিটি জায়গায় বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে। সরকার যেহেতু বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাই সবার উচিত সরকারকে সহযোগিতা করা এবং নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করা।”

আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখান করেছে : টুকু

আপডেটের সময় ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “ইতিমধ্যেই দেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখান করেছে। মানুষ আসলে পিআর পদ্ধতি বোঝে না। মানুষ যেমন আগে ভোট দিয়েছে, তেমনি ভবিষ্যতেও নিজের এলাকার নেতা বেছে নেবে। এলাকার সুখ-দুঃখ যে বুঝবে, তাকেই মানুষ প্রতিনিধি হিসেবে চাইবে। তাই যে পদ্ধতিতে মানুষ ভোট দিয়ে এসেছে, সেটিই বহাল রাখা উচিত। যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলে তারা আসলে নির্বাচনের বিরোধিতা করে।”

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা চিকলি ফাস্টফুট অ্যান্ড পার্টি সেন্টারে সদর উপজেলা বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি-সম্পাদকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রতিটি জায়গায় বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে। সরকার যেহেতু বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাই সবার উচিত সরকারকে সহযোগিতা করা এবং নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করা।”

আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস