ভিয়েনা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইল শহর পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বােধন রাহেলা জাকির টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নির্বাচিত ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্ত করছে ফরেনসিক দল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ রেল যোগাযোগ তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর অসুস্থতায় ছেড়ে গেছেন স্ত্রী ! সকলের সহায়তায় বাঁচতে চায় হাসান

হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক সেলিম আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহার নামীয় আসামি তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠনটি ফের আলোচনায় আসে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর। সরকার পতনের আন্দোলনেও তারা অংশ নিয়েছিল বলে দাবি করেছিলেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ হিজবুত তাহরিরের এক সদস্যকে আটক করা হয়। ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণের সময় প্রক্টরিয়াল বডির এক শিক্ষকের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

নিষিদ্ধ হওয়ার পর থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসে তারা। ৭ আগস্ট জাতীয় সংসদের সামনে প্রকাশ্যে কর্মসূচি চালাতে দেখা যায়।

২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক এ সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক সেলিম আটক

আপডেটের সময় ১২:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

ইবিটাইমস ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহার নামীয় আসামি তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠনটি ফের আলোচনায় আসে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর। সরকার পতনের আন্দোলনেও তারা অংশ নিয়েছিল বলে দাবি করেছিলেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ হিজবুত তাহরিরের এক সদস্যকে আটক করা হয়। ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণের সময় প্রক্টরিয়াল বডির এক শিক্ষকের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

নিষিদ্ধ হওয়ার পর থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসে তারা। ৭ আগস্ট জাতীয় সংসদের সামনে প্রকাশ্যে কর্মসূচি চালাতে দেখা যায়।

২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক এ সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন