ইবিটাইমস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ভিডিও প্রকাশ করন। সেখানে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমার কথা বলে কেউ অবৈধ সুবিধা এবং চাঁদা আদায়ের চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দিন।’
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
তার নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করছেন বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে এমন কাজ কেউ করলে পুলিশে ধরিয়ে দিয়ে আইনগত পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করে, ছবি তুলে। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে ছবি তুলেছে। আমাকে অনেকে জানিয়েছে, এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি সত্য-মিথ্যা জানি না।’
ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন