ইবিটাইমস, ঢাকা: কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে দেশে ফিরতে হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরব আমিরাত ৫৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে না। তাদেরকে সেখানেই কাজ করার সুযোগ দেয়া হবে। এছাড়া অন্যান্য দেশে আইনভঙ্গের কারণে যারা জেলে আছেন তাদেরকেও মুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে।
গত জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন এই ৫৭ জন প্রবাসী বাংলাদেশি। দেশটিতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের গ্রেপ্তার করে আমিরাত কর্তৃপক্ষ।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল এই ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
এদিকে, এক চিঠিতে আমিরাতের সর্বোচ্চ নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
চিঠির জায়েদ আল নাহিয়ানের প্রতি সালাম জানান ড. ইউনূস। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সংহতি জানিয়ে আমিরাতে গ্রেপ্তার এবং সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তি দেয়ায় আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে ফোনালাপের প্রেক্ষিতে তাদেরকে সাজা থেকে মুক্তি দিয়ে আপনি ফের আপনার মহানুভবতা এবং সহমর্মিতামূলক নেতৃত্বের পরিচয় দিয়েছেন। ক্ষমার এই অনন্য দৃষ্টান্তের মধ্যে দিয়ে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় এবং জোরদার হবে।
ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন