ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোটা আন্দোলনের সময় আটক ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলায় গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে এই পরীক্ষার্থীরা জামিন পেয়েছেন।

জামিন পাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।

এর আগে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারাদেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে পাঁচজন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটা আন্দোলনের সময় আটক ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আপডেটের সময় ০৮:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

ইবিটাইমস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলায় গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে এই পরীক্ষার্থীরা জামিন পেয়েছেন।

জামিন পাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।

এর আগে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারাদেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে পাঁচজন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন