হবিগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল রবিউল হক (২৫)।

বুধবার (২৬ জুন) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায় ঢাকা -সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়।

ভোর সাড়ে ৫ টায় দিকে ঢাকাগামী একটি ট্রাক( ঢাকা মেট্রো ট -২০-৪৬৬৭) চেকপোস্ট অমান্য করে সড়কে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হক কে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রবিউল হক চট্রগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

এ সময় ট্রাক চালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মোঃ মনিরুল ইসলাম (২৬) কে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »