বায়ার লেভারকুসেন জার্মানির অপরাজিত লীগ চ্যাম্পিয়ন

লীগের ৩৪ খেলায় ২৮টি খেলায় জয়,৬টি ড্র করে তারা, কোন খেলায় পরাজিত হয় নি

স্পোর্টস ডেস্কঃ শনিবার (১৮ মে) লীগের শেষ খেলায় নিজ মাঠে Bayer 04 Leverkusen ২-১ গোলে Augsburg কে পরাজিত করে অপরাজিত লীগ শিরোপা নিশ্চিত করে।

Bayer Leverkusen কে এবছর জার্মানির লীগে একটি যাদুকরী দল হিসাবে মনে করা হয়েছিল, তা শনিবার বিকেল থেকে বাস্তবে পরিণত হয়েছে।
বায়ার লেভারকুসেন হলেন প্রথম জার্মানির চ্যাম্পিয়ন যিনি পুরো মৌসুমে অপরাজিত ছিল।

৩৪টি খেলায়, ২৮টি জয়, ৬টি ড্র, শূন্য পরাজয় – এভাবেই শনিবার থেকে বায়ার লেভারকুসেনের জন্য চ্যাম্পিয়নশিপ মৌসুমের চূড়ান্ত জয়লাভ হয়। তারা ইতিমধ্যেই কয়েক সপ্তাহ পূর্ব থেকেই চ্যাম্পিয়ন হিসাবে নিশ্চিত হয়েছে এবং এখন কোচ জাবি আলোনসোর দলও তাদের স্বপ্নের রেকর্ডটি সুরক্ষিত করেছে।

লীগ মৌসুমের শেষে ঘরের মাঠে অগসবার্গের বিপক্ষে ২-১ ব্যবধান ছিল। বনিফেস (১২তম মিনিটে) এবং আন্দির্চ (২৭তম) হোম টিমকে প্রথম দিকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন – এমন একটি দিনে যেটি যেভাবেই হোক জার্মানির চ্যাম্পিয়ন প্লেট হস্তান্তর করা ছিল। তবে ৬২তম মিনিটে অগসবার্গের কোরমুর এক গোল করলেও,তাদের সেই উচ্ছ্বাস আর কমেনি।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »