পূর্ব বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ‘এমভি মৌ-মনি’ নামের একটি মালবাহী কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশটি ধরে ভেসে আছেন ভেতরে থাকা ১২ নাবিক।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের ইসলামচর এলাকায় এ ঘটনা ঘটে। জরুরি সেবা ৯৯৯ নাম্বারে নাবিকদের কাছ থেকে দুর্ঘটনার তথ্য পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

জাহাজের মালিকপক্ষের মোহাম্মদ ওহায়েদুল ইসলাম মোবাইলে জানান, বৈরী আবহাওয়ার কারণে ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে। জাহাজে থাকা লোকজনের সঙ্গে প্রথমে কথা বলা গেলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখন আর যোগাযোগ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক রয়েছেন।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান জানান, বঙ্গোপসাগরের মোহনায় জাহাজডুবির ঘটনা ঘটেছে। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের দিকে এগোচ্ছি। সাগর খুবই উত্তাল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগছে। নাবিকরা সবাই ডুবে যাওয়া জাহাজের উপরের অংশ ধরে ভাসছেন বলে আমরা জেনেছি।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »