জংলি সিনেমায় জুটি বাঁধলেন বুবলী ও সিয়াম

বিনোদন ডেস্ক: গেল মাসে চিত্রনায়ক সিয়ামের জন্মদিনে নতুন ছবির ঘোষণা আসে। ছবির নাম ‘জংলি’। এম রাহিম পরিচালিত ছবিটির লুক পোস্টারে সিয়ামের দুর্দান্ত লুক ইতিমধ্যে ভাইরাল!

তবে ‘জংলি’তে সিয়ামের বিপরীতে কে হবেন নায়িকা, তখন তা জানানো হয়নি। এবার জানা গেল সে তথ্যও।  ‘জংলি’-তে সিয়ামের বিপরীতে দেখা যাবে সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে।  একটি ফার্ষ্টলুক পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছন পরিচালক এম রাহিম।

পরিচালক বলেন, ‘জংলি যে ধরণের গল্প। সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। তাই তাকেই চুক্তিবদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে বুবলী শুটিংও শুরু করেছেন। আশা করি সবাই মিলে দারুণ কিছু উপহার দিতে পারব আমরা।’

এরআগে সিয়ামের বিপরীতে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘টান’-এ বুবলীকে দেখা যায়। তাদের রসায়ন সেসময় পছন্দও করেন দর্শক। এবার এ জুটি প্রথমবার বড়পর্দার জন্য কাজ শুরু করতে যাচ্ছেন!

লুক পোস্টার প্রকাশ করে জানানো হয়, আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘জংলি’। রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর সিনেমাটি পরিচালনা করবেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »