রোমানিয়া এবং বুলগেরিয়া শেনজেন জোনে

অস্ট্রিয়া উপরোক্ত দেশ দুইটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রোমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে

ইউরোপ ডেস্কঃ শনিবার (৩০ ডিসেম্বর) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএকে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোমানিয়া ও বুলগেরিয়ার সাথে শেনজেন জোটের দেশ সমূহের আকাশপথে সীমান্ত-মুক্ত প্রবেশ অর্থাৎ “শেনজেন এয়ার” চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় শনিবার এপিএ-কে নিশ্চিত করেছে, শুক্রবার সন্ধ্যায় স্প্যানিশ ইইউ প্রেসিডেন্সিতে একটি সংশ্লিষ্ট আইনত বাধ্যতামূলক পাঠ্য পাঠানো হয়েছিল। কয়েকদিন আগেই চুক্তির ঘোষণা দিয়েছে রোমানিয়া। রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে আসা যাত্রীদের জন্য আকাশপথে সীমান্ত নিয়ন্ত্রণ-মুক্ত প্রবেশ চুক্তির অর্থ হল যে রোমানিয়া এবং বুলগেরিয়ার যাত্রীদের ভবিষ্যতে আর আন্তর্জাতিক টার্মিনালের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে উড়তে হবে না। পুলিশের সহায়তায় এয়ারলাইন্সগুলো গেটে শুধুমাত্র পাসপোর্ট চেক করবে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মতে, সকল ইইউ সদস্য রাষ্ট্রকে প্রথমে চুক্তি বাস্তবায়নের জন্য সম্মত হতে হবে। প্রবিধান প্রবর্তনের জন্য সর্বপ্রথম সম্ভাব্য তারিখ হবে মার্চ ২০২৪, কারণ এই মাসে ফ্লাইটের বার্ষিক সময়সূচী পরিবর্তন করা হবে। একই সময়ে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় উল্লেখ করেছে যে বর্তমানে কোন আলোচনা নেই এবং তাই সীমান্ত মুক্ত শেনজেন এলাকায় রোমানিয়া এবং বুলগেরিয়ার পূর্ণ যোগদান সংক্রান্ত কোন তারিখ নাই।

তবে অস্ট্রিয়া চুক্তির জন্য তিনটি শর্ত বেঁধে দিয়েছে। বলা হয়েছিল যে চুক্তির জন্য অস্ট্রিয়ার তিনটি শর্তও প্রেরিত পাঠ্যে লিপিবদ্ধ ছিল। এর মধ্যে রয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়াতে ইইউ সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের মোতায়েন বৃদ্ধির পাশাপাশি এই দেশগুলিতে বহিরাগত সীমান্ত সুরক্ষার জন্য ইইউ কমিশনের অর্থ, স্থল সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করা এবং অস্ট্রিয়া থেকে বিশেষ করে আফগানিস্তান এবং সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীদের গ্রহণ করা।

৮ ডিসেম্বর ২০২২ সাল থেকে অস্ট্রিয়া অধিক সংখ্যক আশ্রয়প্রার্থীদের উদ্ধৃতি দিয়ে রোমানিয়া এবং বুলগেরিয়াকে শেনজেন জোটে অন্তর্ভুক্ত করার জন্য সীমান্ত-মুক্ত শেনজেন ব্যবস্থার একটি সম্প্রসারণ অবরুদ্ধ করে রেখেছিল। ইইউ সদস্য দেশ নেদারল্যান্ডসও অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
বুলগেরিয়ার শেনজেনে যোগদানের বিরোধিতা করে আসছিল। এখন অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস এর ভেটো প্রত্যাহারের ফলে দেশ দুইটি শীঘ্রই শেনজেন জোনে প্রবেশের পথে রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »