ভোলা দক্ষিণ প্রতিনিধি: ‘দেশের বায়ু-দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিল’। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় পেয়ারা এবং লেবু গাছের চারা রোপণ করে সংগঠনটির সদস্যরা।
গাছের চারা রোপণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ডা. আজহার উদ্দিন ডিগ্রী কলেজ, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা, গজারিয়া বালিকা মাদরাসা, পাঙ্গাশিয়া স্কুল অ্যান্ড কলেজ, সৈনিক বাজার মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গার্লস স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সৈনিক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিলের প্রতিটি সদস্যদের বাড়ির আঙিনায়ও এ বৃক্ষ রোপণ করা হয়।
এ বিষয়ে শঙ্খচিলের সভাপতি মো. জুয়েল রানা বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজকে ভালো কিছু উপহার দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যদের চাঁদায় এ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ পালন করা হয়েছে। আমরা বিভিন্ন শিক্ষাপ্রষ্ঠিানের আঙিনায় পঞ্চাশটি পেয়ারা এবং পঞ্চাশটি লেবু গাছের চারা রোপণ করেছি। ভবিষ্যতে আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এ বৃক্ষরোপণ কর্মসূচি আরো বড়ভাবে পালন করা হবে ইনশাআল্লাহ।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস